UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সামনে টানা ১৮ ম্যাচে জয়ের রেকর্ড গড়ার সুযোগ

ঊষার আলো
জুলাই ১৮, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে এক সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ১৫৫ রানের পবর্তসমান জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা জয়ের রেকর্ডকে আরও একধাপ উঁচুতে নিয়ে যায় তামিম বাহিনী।

আজ রবিবার (১৮ জুলাই) হারারেতে দ্বিতীয় ওয়ানডে জয় পেলে শুধু সিরিজই নিশ্চিত হবে না টাইগারদের সাথে কোনও দেশের বিপক্ষে নিজেদের টানা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেই পর পর ১৭টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের ধারা অব্যাহত রেখে আজ সিরিজ জিতলে দেশটির বিরুদ্ধে টানা ১৮ জয়ের রেকর্ড গড়বেন টাইগাররা। হারারে স্পোর্টস ক্লাবে আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হয়েছে। এ ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, মেহিদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং আফিফ হোসেন।

(ঊষার আলো-এফএসপি)