UsharAlo logo
মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে সফল গণতন্ত্র দেখতে চাই: দোরাইস্বামী

usharalodesk
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, আমরা বাংলাদেশের মানুষদের সুখী দেখতে চাই, তাদের উন্নয়ন চাই। বাংলাদেশে একটি সফল গণতন্ত্র দেখতে চাই আমরা।আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।

শনিবার (১৭ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সদ্য বিদায়ী বাংলাদেশে নিযুক্ত এই ভারতীয় হাইকমিশনার।এর আগে শ্রদ্ধা নিবেদনের পর জাতির বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।হাইকমিশনার দোরাই স্বামী বলেন, এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়।

আজকে বাংলাদেশে আমার শেষ দিনে আমি বলতে চাই, আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই। কারও পাশে নই। এতদিন দায়িত্ব পালনকালে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে তিনি বলেন, আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।

এ সময় ভারতীয় হাইকমিশনের সঙ্গে সামরিক কর্মকর্তাসহ সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভুমি) আনোয়ার হোসেন জাহিদ, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক ও উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ঊষার আলো-এসএ