UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ঊষার আলো
জানুয়ারি ১২, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:  আগামী ২৭ জানুয়ারি দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বিশেষ আমন্ত্রণে তিনি ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ সফরে ঢাকা ও বেলগ্রেডের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত তথা ভিসা অব্যাহতি এবং দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বিষয়ে দুটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সার্বিয়া সফরের ফিরতি সফর হিসেবে বাংলাদেশে আসবেন সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী। তার সফরে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি ও সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে নিয়মিত এফওসি বৈঠক নিয়ে দুটি এমওইউ সই হতে পারে।

গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে সার্বিয়া সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেই সফরে ড. মোমেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া সার্বিয়ান পররাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান এবং বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন।