UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

usharalodesk
মে ৭, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। বৃষ্টির বাগড়া দেওয়ার পরও ম্যাচ দুটি জিতে এগিয়ে আছেন টাইগাররা।

আজকের ম্যাচ জিতে সিরিজ বগলদাবা করতে চায় নাজমুল হাসান শান্তরা। তবে জিম্বাবুয়েও সিরিজে ফিরতে প্রত্যয়ী।  কঠিন সমীকরণের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে একাদশে এসেছেন তানজিম সাকিব ও তানভীর ইসলাম। তাদের জায়গা দিতে একাদশে নেই শরিফুল ইসলাম ও শেখ মেহেদি। অর্থাৎ একজন অলরাউন্ডার বাদ দিয়ে একজন বাড়তি বোলার নিয়ে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।

মঙ্গলবার সাগরিকায় টস জিতেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতে বেছে নেন বোলিং। এই সিরিজে এটাই তাদের প্রথম টসে জেতা। আগের দুই ম্যাচে বাংলাদেশও টস জিতে বোলিং বেছে নিয়েছিল।

জিম্বাবুয়ে দলেও আছে দুটি পরিবর্তন। দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ করিম। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও এইনস্লে এনদোলভু।

এই ম্যাচের মাধ্যমে চলমান সিরিজের চট্টগ্রাম পর্বের শেষ হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচ ঢাকায়। এরপর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাবে ক্রিকেটাররা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ , তানভীর ইসলাম। রিশাদ হোসেন, জাকির আলি অনিক ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ

জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

ঊষার আলো-এসএ