ঊষার আলো ডেক্স : বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই বলে বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বুধবার (১২ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
রাষ্ট্রদূত লি জিমিং বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে অন্য দেশের ঋণের ফাঁদ নিয়ে আলোচনা করেছেন। তবে তিনি নিশ্চিতভাবে জানিয়েছেন, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই।
সম্প্রতি যখন খারাপ আর্থিক সংকটের মুখে শ্রীলঙ্কার ঋণের ফাঁদ সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে, তখনই চীনা রাষ্ট্রদূত এ মন্তব্য করলেন।
(ঊষার আলো-এসএইস)