UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দশ হাজার রেমডেসিভির দিল ভারতকে

usharalodesk
মে ৬, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে ১০ হাজার রেমডেসিভির ইনজেকশন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার(৬ মে) ভারতের সীমান্ত বন্দর পেট্রাপোলে দেশটির প্রতিনিধির কাছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার এ ইনজেকশন হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারক সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিকালস এ দশ হাজার ইনজেকশন তৈরি করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশিদের পক্ষে চিকিৎসা সহায়তা হিসেবে এগুলো পাঠানো হয়েছে।

ভারতে সম্প্রতি করোনা মহামারির ভয়াবহ অবস্থায় বাংলাদেশ ভারতকে জরুরি ওষুধ এবং চিকিৎসা সামগ্রী সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এ সহায়তা সামগ্রীর মধ্যে দশ হাজার অ্যান্টি ভাইরাল ইনজেকশন পাঠানো হলো।

(ঊষার আলো-আরএম)