UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারতের মধ্যে বিমান চলাচল শুরু

usharalodesk
সেপ্টেম্বর ৫, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ-ভারতের মধ্যে আবার বিমান চলাচল শুরু হয়েছে। করোনার সংক্রমণ কমে যাওয়ায় এয়ার বাবল চুক্তির আওতায় রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে শুরু হয় বিমান চলাচল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি রুটে, আর বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে এ ফ্লাইট পরিচালনা করবে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, আজ (রবিবার) সকাল ১০টায় তাদের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

আজ থেকে ঢাকা-কলকাতা ফ্লাইট শুরু হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ২দিন মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে, আর ৮ সেপ্টেম্বর থেকে রবিবার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল চুক্তি  হলো এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সরাসরি ফ্লাইট। মাঝে কোথাও ট্রানজিট হবে না বলে জানা গেছে।

(ঊষার আলো-আরএম)