UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ মাথাপিছু আয়ে এবারও ভারতকে ছাড়িয়ে যাবে -আইএমএফ

usharalodesk
অক্টোবর ১৩, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক ঃ মাথাপিছু আয়ে এবারও ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ এমনটি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ)। এ বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬ ভাগ। বাংলাদেশের মাথাপিছু আয় হবে ২ হাজার ১৩৮.৭৯ ডলার। একই সময়ে ভারতের হবে দুই হাজার ১১৬.৪৪ ডলার।

মঙ্গলবার(১২ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ প্রকাশিত ইকোনোমিক আউটলুক ২০২১ প্রতিবেদনে এই বিষয়টি ফুটে ওঠে।

আইএমএফ বলছে, এই বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ ভাগ। আগের বছর সাড়ে ৩ ভাগ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছিল ওই  সংস্থাটি।

তবে, আগামী বছর সাড়ে ৬ ভাগ প্রবৃদ্ধি হবে বলে জানায় আইএমএফ। এবার দেশে মূল্যস্ফীতি কমে আসবে। এ বছর মূল্যস্ফীতির হার ৫.৬ ভাগ ধরা হয়।

 

(ঊষার আলো-আরএম)