UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাইডেনসহ ৯৬৩ আমেরিকানের বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা

pial
মে ২২, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ মোট ৯৬৩ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। শনিবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ও হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানও রয়েছেন নিষেধাজ্ঞার ওই লিস্টে। নতুন এ রুশ নিষেধাজ্ঞার ফলে এসব নেতৃস্থানীয় মার্কিন নাগরিকগন দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

মূলত, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা অব্যাহত আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ওই তালিকায় মূলত আছেন মার্কিন সরকারি কর্মকর্তা, আইনজীবী ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি।

এছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার আরো ২১ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুতিন ও তাঁর সরকার সামরিক বাহিনীর সদস্যসহ প্রায় ১ হাজার ব্যক্তির কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞার চারদিন পরেই রুশ সরকার এই পদক্ষেপ নিলো।

(ঊষার আলো-এফএসপি)