UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় আ.লীগ নেতা গ্রেফতার

usharalodesk
নভেম্বর ৬, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার উত্তর একডালা নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত   করেছেন।

জানা গেছে, গত ৫ আগস্ট বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের দুইশতাধিক নেতা-কর্মী হাতে হাসুয়া, লাঠি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায়। হামলাকারীরা বিএনপি নেতা শিমুল আলীসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে এবং গুলি করে হত্যার চেষ্টা করে। এসব হামলার ঘটনায় আহতরা সাবেক এমপি আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের প্রায় দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মোট ছয়টি মামলা করেন। এর মধ্যে আব্দুল আহাদকে দুটি মামলা গ্রেফতার দেখানো হয়েছে।