UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের কচুয়ায় আওয়ামী লীগ নেতা কে কুপিয়ে হত্যার চেষ্টা

pial
ডিসেম্বর ৪, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় আফিজুল মোল্লা (৪০) নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনার পর মূমুর্ষ অবস্থায় আফিজুল মোল্লাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়েছে।

আফিজুল মোল্লা উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের মোসলেম মোল্লার ছেলে। সে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। শত্রুতাবশতঃ একই এলাকার আব্দুস সালাম এবং তার দুই ছেলে তুহিন ও মহিদ সহ তাদের আরো ৫/৬ জন সহযোগি ধারালো অস্ত্র দিয়ে আফিজুল মোল্লাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে আফিজুলের পরিবার জানায়।

গজালিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন মাছের ঘেরে নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। রবিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি বলে কচুয়া থানা পুলিশ জানায়।

(ঊষার আলো-এফএসপি)