UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের পল্লীতে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

usharalodesk
সেপ্টেম্বর ১১, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : অষ্ট্রেয়িলার সিডনি প্রবাসি ডাক্তারদের আর্থিক সহায়তায় বাগেরহাট সদর উপজেলার বেমরতা সুলতানপুর গ্রামের কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সুলতানপুর জনকল্যান সংস্থার আয়োজনে আজ (শনিবার) সকালে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এখানে প্রধান অতিথি হিসাবে কর্মহীন মানুষদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন রত্না গর্ভা মাতা আফরোজি বেগম। জন কল্যান সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শেখ এমদাদুল হকের সভাপতিত্বে এবং মোঃ ওহিদুল ইসলামের পরিচালনায় খাদ্য সহায়তা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ কামাল হোসেন।

অতিথি ছিলেন অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক এসএম মোস্তাফিজুল হক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাকির হোসেন, মোশারেফ হোসেন, দিলিপ কুমার দাস, সরোয়ার হোসেন, নাজমুল হোসেন স্থানীয় ইউপি সদস্য প্রার্থী জাহিদুল ইসলাম, গোলাম রসুল গোলাপ ও মিলন খান প্রমুখ। সুলতানপুর গ্রামের ঐতিহ্যবাহি জনকল্যান সংস্থার কার্য্যলয় চত্বরে ১২৩ জন কর্মহীন মানুষদের জন্য চাল, ডাল, তেল ও সাবান সরবারহ করা হয়।

 

(ঊষার আলো-আরএম)