UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের মোল্লাহাটে ইয়াবাসহ বিক্রেতা আটক

pial
জানুয়ারি ২, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তোতা শেখ(২২) নামের একজন ভ্রাম্যমান মাদক বিক্রেতাকে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া তোতা শেখ মোল্লাহাট উপজেলার সরশপুর গ্রামের কেরামত শেখের ছেলে। মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ সোমবার সকালে জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে রবিবার রাতে তোতা কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

এ সময় তার নিকট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তোতা শেখ ভ্রাম্যমান ভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে বলে গোপন খবর পেয়ে উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)