UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গ্রামবাসীর মধ্যে দু’দফা সংঘর্ষ উভয়পক্ষে ১৫ জন আহত

koushikkln
অক্টোবর ১০, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : সুশাসনের অভাবে গ্রাম্য কোন্দলে আলোচিত বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গ্রামবাসীর মধ্যে দু’দফা সংঘর্ষ হয়েছে। এতে নারী ও শিশুসহ উভয়পক্ষে ১৫ জন কমবেশী আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার গাংনী গ্রামে শনিবার সকালে প্রথম দফা ও বিকেলে দ্বিতীয় দফা এ সংঘর্ষ হয়। আহতরা হলেন, আসাদ শেখ (৪০), দিন মোহাম্মাদ (১৪), নেয়ামত শেখ (৩৭), মর্জিনা বেগম (৪৫), সিফাত আলী (৫৮), মঞ্জিলা বেগম (৩৫), মিঠু শেখ (৫৬), রোকা মিয়া শেখ (৬০), রুহুল শেখ (৭০), মোঃ এরশাদ শেখ (৩৩), আলী রেজা বাবু (৪৮), পারুল বেগম (৫২), সবুজ শেখ (২৮), আলিম শেখ (১৫) ও সাইফুল ইসলাম (১৭)।

হাসপাতালে চিকিৎসাধিন আহত আওয়ামী লীগ নেতা রোকা মিয়া শেখ বলেন, গাংনী গ্রামের তুরু শেখের বসতবাড়ীর খানিকটা জমি অন্যায়ভাবে আত্মসাত চেষ্টার বিরোধীতা করার কারণে এলাকার চাঁন মিয়া শেখ ও রবিউল আলম সহ কয়েকজন এলোপাতাড়ী হামলা চালায়। এতে আমিসহ ৪ জন আহত হই। এরপর আমাদেরকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এ ঘটনার জের ধরে বিকালে আমাদের বাড়ীর এবং আত্মীয়-স্বজনদের উপর আবারো সন্ত্রাসী হামলা চালায় চাদ মিয়া শেখ ও রবিউল আলম সহ তাদের সাঙ্গপাঙ্গরা। এতে নারী-শিশু সহ আরো ৬ জন গুরুতর জখম হয়। এলাকাবাসী যখমীদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিপক্ষের চান মিয়া শেখ বলেন, তাদের লোকদের উপরও হামলা হয়েছে। আমাদের ৫ জন আহত হয়েছেন, তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গাংনী গ্রামের মৃত হাসান শেখের থেকে জমি কিনে সেখানে বসবাস করছেন তুরু শেখ। আবার উক্ত জমি বিক্রির চেষ্টা করছেন তুরু শেখ।
বিষয়টি জানতে পেরে পূর্বের মালিক হাসান শেখের ছেলে চান মিয়া শেখ সহ অন্যান্য ছেলেরা নতুন করে জমি মাপ দেওয়ার কথা বলে। উক্ত মাপের বিষয় নিয়ে ঘটনার দিন স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসার জন্য বৈঠকে বসে।
উক্ত বৈঠকে তুরু শেখের পক্ষে কথা বলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকা মিয়া শেখ। এতে ক্ষুব্ধ হয়ে রোকা মিয়া শেখের সাথে কথাকাটি করেন চান মিয়া শেখ সহ তার অনুসারীরা। এক পর্যায়ে মারামরিতে রুপ নেয়। দু’দফা মারামারিতে উভয়পক্ষে ১৫ জন আহত হন। এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। যথাযত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)