UsharAlo logo
শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে চোলাই মদ ও গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেফতার

koushikkln
অক্টোবর ১, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে চোলাই মদ ও গাজাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো খুলনা রুপসার আনন্দনগর গ্রামের হাসান মোল্লার ছেলে দুখু মোল্লা (৩০) ও গোপালগঞ্জের দূর্গাপুর গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৫)।

মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১১ টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের চরকুলিয়া গ্রামের তুহিন হাওলাদার ওরফে রাজু এর বসতবাড়ী থেকে সাগর বিশ্বাস কে ৬০০ পুরিয়া গাঁজা এবং ৮০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। এর আগে উপজেলার গাংনী পুলিশ ক্যাম্পের পুলিশ দল স্থানীয় নগরকান্দি বিশ্বাস পাড়া মোড়ের জনৈক আকরাম সরদারের বাড়ির সামনের পাকা রাস্তার উপর হইতে দুখু মোল্লা কে ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। মাদক দ্রব্য উদ্ধার ও মাদক বিক্রেতাদের আটকের ঘটনায় মোল্লাহাট থানায় পৃথক ২টি মামলা রেকর্ড করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)