UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের মোড়েলগঞ্জে তক্ষক ও গাঁজাসহ একজন গ্রেফতার

koushikkln
জুন ১২, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় গাঁজা ও বন্যপ্রাণি তক্ষকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইয়াসিন হাওলাদার (৪২) উপজেলার জিউধরা ইউনিয়নের খণিরখন্ড গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

গোপন খবরের ভিত্তিতে রবিবার (১২ জুন) ভোররাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। ইয়াসিনের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩টি বনজপ্রানী তক্ষক উদ্ধার করা হয়েছে। মোড়েলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান রবিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শুভঙ্কর পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা ও তক্ষকসহ ইয়াসিনকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দুপুরের দিকে ইয়াসিনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তক্ষক ৩টি বনবিভাগের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।