UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের রাখালগাছি ইউপির উপ নির্বাচন আগামী ২ নভেম্বর

pial
সেপ্টেম্বর ২৬, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয় থেকে রবিবার এ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

উল্লেখ্য রাখালগাছি ইউনিয়নের একাধিকবার নির্বাচিত আওয়ামী লীগ দলীয় জনপ্রিয় আবু শামীম আসনু গত ১৩ জুন অসুস্থ্য অবস্থায় মৃত্যুবরন করেন। এরপর থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান শুন্য ছিল।

নির্বাচন কমিশনের সচিবালয়ের তফসীল অনুযায়ী আগামী ২ নভেম্বর রাখালগাছি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন উত্তোলনের তারিখ দেয়া হয়েছে ৬ অক্টোরব, মনোনয়ন জমাদানের শেষ তারিখ ১০ অক্টোবর, মনোয়নয়ন পত্র প্রত্যাহারের তারিখ ১৭ অক্টোবর।

এ তফসীল ঘোষনার পর রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী কে হবেন তা নিয়ে ইতোমধ্যে নানা জল্পনা- কল্পনা শুরু হয়েছে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ফরাজী, দীপংকর দাস ও মরুহুম চেযারম্যানের ভাইয়ের নাম শোনা যাচ্ছে। এ ছাড়াও আওয়ামী লীগের যোগদানকারী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবু জাফরের ভাই জাকির শেখের নামও প্রচার পেয়েছে।

আবার পাশ্ববর্তী খানপুর ইউনিয়নের একজন ধনাঢ্য ব্যাক্তি তার ব্যাক্তি স্বার্থে রাখালগাছি ইউনিয়নে কোন প্রার্থী দিবেন বলেও এলাকায় প্রচার পেয়েছে। দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি বা জামায়াত কোন প্রার্থী দিবে কিনা জানা যায়নি। তবে মরহুম চেয়ারম্যানের পরিবার থেকে কেহ প্রার্থী হবেন কিনা বা অন্যরা দলীয় প্রার্থী হবেন তা নির্ধারন করবে এখানের আওয়ামী লীগ বলে জানা গেছে। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সোমবার সকালে জানান নির্বাচন কমিশন সচিবালয় থেকে রবিবার রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসীল ঘোষনা করেছে। তফসীল অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

(ঊষার আলো-এফএসপি)