UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের শরণখোলায় মাদক প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

pial
জুন ২৩, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলায় সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশ গ্রহন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরনখোলা উপজেলা চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত, শরনখোলার আবাসিক মেডিকেল অফিসার এসএম ফয়সাল আহম্মেদ, শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রহিমা আক্তার হাসি প্রমুখ।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ কমশালায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।

(ঊষার আলো-এফএসপি)