UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে অটোবাইক ছিনতাইকালে ২ জন আটক

usharalodesk
জুন ২, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অটোবাইক ছিনতাই করে পালাতে গিয়ে জনতার সহায়তায় ২জন হাতে-নাতে ধরা পড়েছে। সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক দুই ছিনতাইকারি হলো জেলার ফকিরহাট উপজেলার বেতাগা এলাকার ইমরান (২৫) ও আউয়াল (২৮)। ভুক্তভোগি অটোবাইক চালক আব্দুল মতিন জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে বাগেরহাট খান জাহান মাজার গেট এলাকা থেকে অজ্ঞাতনামা ৫ জন ভাড়া চুক্তিতে অটোবাইকে ওঠে এবং সদরের চুলকাঠি বাজারে যায়। সেখান থেকে আবার মাজার এলাকায় আসার কথা বলে। সে অনুযায়ি তাদের নিয়ে আসার পথে রাখালগাছি পাইকপাড়া এলাকার ফাকা জায়গায় আসলে ওই যাত্রীরা আমাকে মারপিট করে অটোবাইকটি নিয়ে চলে যেতে চেষ্টা করে। এ সময় আমার ডাক-চিৎকারে এলাকাবাসি বেরিয়ে পড়লে দুইজন কে হাতে-নাতে আটক করতে পারলেও ৩ জন পালিয়ে যায়। পরে অটোবাইকটি উদ্ধার ও দুই ছিনতাইকারিকে আটক করে রাতেই বাগেরহাট মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়। রাখালগাছি ইউপি চেয়ারম্যান আবু শামীম আসনু বলেন, যাত্রীবেশে অটোবাইকে উঠে পরে চালক কে মারপিট করে অটোবাইক নিয়ে পালাতে গেলে এলাকাবাসি জানতে পেরে দ্রুত ধাওয়া দিয়ে অটোবাইকসহ দুই জন কে আটক করে। তাদের থানা পুলিশে দেয়া হয়েছে। ধারনা করা হচ্ছে এই চক্রটিই দীর্ঘদিন ধরে বাগেরহাটসহ পাশর্^বর্ত্তি জেলায় এভাবেই অটোবাইক ছিনতাই করে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বুধবার দুপুর ১২ দিকে জানান, এলাকাবাসি একটি ইজিবাইকসহ দুইজন কে রাতে আটক করে থানা পুলিশে দিয়েছে। এখনও পর্যন্ত এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান থানার ওসি।

(ঊষার আলো-আরএম)