UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে অসুস্থ সাংবাদিক বিষ্ণুকে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকা বাগেরহাটের সংবাদকর্মী বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের স্টেডিয়াম থেকে সিকদার গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিএসএমএমইউ’র বিশেষজ্ঞ চিকিৎসকগন তার চিকিৎসা দেবেন। বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় সাংবাদকর্মী বিষ্ণ ু প্রসাদের শারীরিক অসুস্থতার খবর জানতে পেরে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে এয়ার অ্যাম্বলেন্সে করে তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন। বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তি একাত্তর টেলিভিশন, বার্তা সংস্থা ইউএনবি, ডেইলিসান এবং দৈনিক কালেরকন্ঠের বাগেরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বিষ্ণু প্রসাদ কে এয়ার এ্যাম্বুলেন্সে নেয়ার সময় ষ্টেডিয়ামে উপস্থিত হন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলামসহ এখানের সহকর্মি সংবাদকর্মীরা। বিষ্ণু প্রসাদ গত ৭ ফেব্রুয়ারি বাগেরহাট সদর হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসের টিকা গ্রহণের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ বিষ্ণু প্রসাদকে তাদের তত্ত্বাবধায়নে নিয়ে চিকিৎসা শুরু করেন। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে কোন রোগের সন্ধান পায়নি। সেই থেকে মেডিকেল টিম বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে তার চিকিৎসাসেবা দিয়ে আসছে।গত রোববার মেডিকেল টিম তার উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউ’তে রেফার্ড করে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, গত ৭ ফেব্রুয়ারি করোনা ভাইরাসের টিকা গ্রহণের পর বিষ্ণু প্রসাদ চক্রবর্তী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করি। এখানে মেডিকেল টিম গঠন করে তার নানা পরীক্ষা নিরীক্ষা হয়। তার কোন রোগ ধরা না পড়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেকে পাঠাই। সেখানের পরীক্ষায়ও তার শরীরে কোন রোগ সনাক্ত হয়নি। তার শারীরিক দুর্বলতা ছাড়া তেমন কোন সমস্যা মেডিকেল টিম পায়নি। করোনা নেগেটিভ । এক পর্যায়ে তার উন্নত চিকিৎসা জন্য বিএসএমএমইউতে রেফার্ড করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দল তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবেন।