UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

pial
আগস্ট ২১, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বিএনপি-জামায়াত জোট সরকারের নেতৃত্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলা ও জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাগেরহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রবিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় জেলা শহরের রেলরোড এলাকায় মিছিল শেষে এক সমাবেশে মিলিত হয় নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেনসহ আওয়ামী লীগ নেতা সরদার ফখরুল আলম সাহেব, অম্বরিষ রায়, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাজী মুনসুর আলী, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যারা গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করেছে, আইভি রহমানসহ নেতা-কর্মীদের হত্যা করেছে সেই বিএনপি-জামায়াত কে আর ছাড় দেয়া যাবে না। জঘন্য এ ঘটনায় জড়িতদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানানো হয়।

(ঊষার আলো-এফএসপি)