UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে বর্ষবরণ

pial
এপ্রিল ১৪, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান : পবিত্র মাহে রমজানের মধ্যেও বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে বাংলা ১৪২৯ কে বরণ করল বাগেরহাট শহরবাসী।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈশাখী গানের মাধ্যমে বর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয়। পরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি শালতলা মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে অডিটরিয়াম চত্বরে ৭দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৭দিন ব্যাপি লোকজ মেলায় নাগরদোলা ও নৌকা দোলাসহ ৩০টি স্টল অংশ নিয়েছে।

(ঊষার আলো-এফএসপি)