বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় নতুন করে আরো ৫২ জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন আরো ১ জন। বুধবার একদিনে ১০৭ জনের নমুনা পরিক্ষায় ৫২ জন করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ৩শ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর দ্বিতীয় ঢেউয়ে মোট মারা গেছেন ৩৯ জন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির বৃহস্পতিবার সকালে জানান, বুধবার একদিনে ১৭০ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। আর এ সময়ের মধ্যে চিকিৎসাধীন আরো ১ জন রোগি মারা গেছেন। সব মিলিয়ে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সকলের মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা প্রতিরোধ করা সম্ভব হবে।
(ঊষার আলো-আরএম)