UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে আরও ৫৪ জন করোনা সংক্রমিত

ঊষার আলো
আগস্ট ৩, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৫৪ জন মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। আর ২৭ জন করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্ত্তি রয়েছেন।

এ সময়ে ২০০ জনের নমুনা পরিক্ষায় ৫৪ জন করোনা সংক্রমিত হিসাবে সনাক্ত হন। যার শতকরা হার দাড়ায় ২৭ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হলেন ৬ হাজার ১১৬ জন। জেলায় মোট মারা গেছেন ১২৬ জন।

বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির মঙ্গলবার সকালে এ প্রতিবেদক কে বলেন, সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ২০০ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫৪ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ২৯ জন করোনা সংক্রমিত রোগি চিকিৎসাধিন রয়েছেন।

(ঊষার আলো-আরএম)