বাগহেরাট প্রতনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি এলাকা থেকে আলোচিত মাদক বিক্রেতা সোহাগ সেখ(৩২) কে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত সোহাগ সেখ ধোপাখালি গ্রামস্থ মোশারফ শেখের পুত্র। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সঞ্জয় কুমার মন্ডল সঙ্গীয় র্ফোস নিয়ে মঙ্গলবার রাতে ধোপাখালি এলাকার পান্না চৌধুররি মুদি দোকানের সামনে থেকে তাকে হাতেনাতে আটক কো হয়। জানা গেছে, সোহাগ সেখ তার ভগ্নিপতির দেয়া অর্থায়নে র্দীঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে চলছে। কচুয়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ইয়াবা বিক্রিকালে সোহাগকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
(ঊষার আলো-আরএম)