UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
এপ্রিল ৭, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার ষাটগম্ভুজ ইউনিয়নের পশ্চিম সায়েড়া এলাকা থেকে রিপন ফকির (৩৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নিকট থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার সকালে পশ্চিম সায়েড়া এলাকা থেকে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। বাগেরহাট সদর মডেল থানার এসআই তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার ষাটগম্ভুজ ইউনিয়নের পশ্চিম সায়েড়া গ্রামের ফকির আবুল বাশারের ছেলে রিপন ফকির কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিভাগের সদস্যরা গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তার নিকট থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার দেখানো হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা রেকর্ড হয়েছে।