UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ককটেল বিস্ফোরন, ৪ টি অবিস্ফোরতি ককটেল উদ্ধার

pial
ডিসেম্বর ৪, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাট জেলা সদরের ষাটগম্ভুজ এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে। রবিবার ভোর রাতে বিকট শব্দে পরপর ২ টি ককটেল বিস্ফোরিত হলে স্থানীয়ভাবে সকলে আতংক গ্রস্থ হয়ে পড়ে।

এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ষাটগম্ভুজ ইউনিয়ন পরিষদের পিছন থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। ওসি কেএম আজিজুল ইসলাম জানান ভোর রাতে ষাটগম্ভুজ ইউনিয়ন পরিষদের পিছনে পরপর ২টি ককটেল বিস্ফোরন ঘটানো হয়।

খবর পেয়ে তিনি নিজেই এলাকায় যান এবং বিস্ফোরিত এলাকা থেকে আরো ৪ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তবে ককটেল বিস্ফোরনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে। আর ককটেল বিস্ফোরনকারীদের সনাক্তের জন্য পুলিশের কার্য্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)