UsharAlo logo
বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে করোনায় আরও ৯১ জন সংক্রমিত

ঊষার আলো
জুন ৩০, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ৯১ জন করোনা পজেটিভ হয়েছেন। ২৬৪ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ফলে ২৪ ঘন্টায় জেলায় সংক্রমণের হার ৩৪.৪৬ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাাঁড়াল ৩ হাজার ৩৮৩ জনে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন দুই হাজার ১০০ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেছেন ৮৬ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বুধবার সকালে বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ২৬৪ জনের নমুনা পরিক্ষায় আরো ৯১ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৪৬ শতাংশ।

(ঊষার আলো-আরএম)