আরিফুর রহমান, বাগেরহাট : করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের হটস্পটে স্বাস্থ্য বিধি বিষয়ে বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের মুনিগঞ্জ এলাকায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী।
এসময় স্যানেটারি ইনপেক্টর বিভাস চন্দ্র রায়সহ আয়োজন সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন। মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে করোনা সচেতনতা ক্যারাভানের প্রদর্শনীর উদ্বোধন কালে প্রধান অতিথি ডাঃ প্রদীপ কুমার বকসী বলেন. কোভিড -১৯ ভাইরাসের কারনে বিশ^জুড়ে করোনা মহামারি যে ভয়াবহ রুপ ধারন করেছে তার থেকে প্রতিরোধে আমাদের সকলেরই সচেতন থাকা। মাস্কপরা , হাত ধোয়া এবং ভ্যাকসিন নেয়া জরুরী হয়ে পড়েছে। তাই ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফষ্টাইল, হেলথ এন্ড প্রমোশন কায্যক্রমের প্যাকেজে দেশব্যাপী করোনা মহামারি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। যার মধ্যে লোকগান, নাটিকা, এবং স্বাস্থ্যবিধি সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনীভিত্তিক প্রচারনা। প্রচারনা অংশ হিসাবে শনিবার দিনব্যাপী বাগেরহাট বাসষ্ট্যান্ড, খানজাহানের দরগা, বারাকপুর বাজার, সিএন্ডবি বাজার ও চুলকাঠি বাজার স্পটে।