UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে করোনা সংক্রমন একদিনে শতাধিক পজেটিভ

usharalodesk
জুন ১৪, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় করোনা সংক্রমান চরম আকারে বৃদ্ধি পেয়েছে। একদিনের পরিক্ষায় ১০২ জন করোনা পজেটিভ হয়েছেন। তবে এ সময়ের মধ্যে জেলায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে বাগেরহাট জেলায় দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ১২০ জন করোনা সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন ৩৪ জন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির সোমবার দুপুরে জানান, রবিবারে একদিনে ৩২৭ জনের নমুনা পরিক্ষার রিপোর্টে জেলায় ১০২ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বেসরকারি বিভিন্ন সংস্থা করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যাপক প্রচারনা করা হচ্ছে। এরপরও অনেকে মাস্ক পরছেন না। এ কারনে যিনি পরছেন না সে ঝুকিঁর্পর্ন অবস্থায় রয়েছেন। তার কারনে অন্যরাও ঝুকিপুর্ন থাকছেন। তাই সকলেরই স্বাস্থ্যবিধি মানতে হবে।

(ঊষার আলো-আরএম)