UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে করোনা সংক্রমিত আরও ৫৭ জন , মৃত্যু ১

usharalodesk
জুলাই ২৮, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : ৯টি উপজেলা অধ্যুসিত বাগেরহাট জেলায় করোনা মহামারিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫৭ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বুধবার(২৮ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ২৫৯ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৫৭ জনের করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরো ১ জন।

এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৮০৬ জন। এ পর্যন্ত করোনায় বাগেরহাট জেলায় মোট মারা গেলেন ১২০ জন। বুধবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির সকালে এ প্রতিবেদক কে বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ২৫৯ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫৭ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ২২ শতাংশ। আর মারা গেছেন ১ জন। বুধবার সকাল পর্যন্ত ৫০ শয্যার বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৩৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

(ঊষার আলো-আরএম)