UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে গাঁজাসহ এক বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
জুন ১০, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অভিযান চালিয়ে গাঁজাসহ এক কুখ্যাত মাদক বিক্রেতা রুবেল হাওলাদার (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনা।বৃহস্পতিবার(১০জুন) দুপুরে খুলনা র‌্যাব-৬ থেকে এক মেইল বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার রাতে রামপাল উপজেলা পশ্চিম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিক্রেতারা অবস্থান করছে এমন গোঁপন খবর পেয়ে খুলনা র‌্যাব-৬ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল রুবেল হাওলাদার কে গাজাসহ আটক করেন। চিহ্নিত মাদক বিক্রেতা রুবেল বাগেরহাট সদর উপজেলার ষাট গম্ভুজ চুনাখোলা এলাকার মতলেব হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃত রুবেলকে বৃহস্পতিবার সকালে গাঁজাসহ জেলার রামপাল থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)