UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে চন্দ্রমহল ইকোপার্কের সামনে থেকে ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার

koushikkln
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিৎপুর চন্দ্র মহল ইকোর্পার্কের সামনে নির্জন একটি স্থান হতে দেলোয়ার হোসেন নিকারী (৩৫) নামের একজন ভ্যান চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন চুলকাঠি তদন্ত কেন্দ্রের পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে পার্কের ২য় গেটের সামনের সুকুমার দাশ এর নির্জন সিম বাগান হতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারনা। নিহত দেলোয়ার হোসেন নিকারী স্থানীয় ভট্টে-কনকপুর গ্রামের মৃত এলাল নিকারীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।

স্থানীয়রা জানান, শুক্রবার দুুপুর সাড়ে ১২টার দিকে দেলোয়ার নিকারী তার ভ্যানটি চন্দ্রমহল ইকোপার্কের ১ম গেটের সামনে জনৈক দোকানদার এর কাছে রেখে কয়েকজন সঙ্গির সাথে চলে যায়। বিকাল সাড়ে ৫টায় দিকে জনৈক মহিলা সেই নির্জন স্থানে ঘাস কাটতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেলোয়ার এর লাশ দেখে চিৎকার করলে গ্রামবাসি ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যা ৭টায় দিকে চুলকাঠি তদন্ত কেন্দ্রের পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করেন। একদিকে হত্যকান্ড অপরদিকে একই সময়ে চন্দ্রমহল ইকোপার্কের ভিতরে চলছিল উচ্চস্বরে গান-বাজনা। আর এই গান-বাজনা বাজতে থাকায় উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা পার্কটি বন্ধের দাবীতে বিক্ষোভ করেন।

নিহতের খালাম্মা নাদিরা বেগম বলেন, চন্দ্রমহল ইকোপার্কের মুল গেটের সামনে তার ভ্যানটি রেখে অস্ত্রধারীরা তাকে নির্জন স্থানে এনে খুন করে। অথচ গেটের আশেপাশে কোন সি সি ক্যামেরা বা রোড লাইট নাই। তাছাড়া চন্দ্রমহল কর্তৃপক্ষের ব্যবহার সন্তোষ জনক নয়। এই খুনের সাথে কর্মকতার্ কর্মচারীরা জড়িত থাকতে পারে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ওলিয়ার রহমান বলেন, আমরা সন্ধ্যায় লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিলে লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসি। প্রাথমিক ভাবে আমাদের ধারনা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছিল।