বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ছাত্র-শিবিরের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশ ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি আরিফ শেখ (২৬) কে পিস্তুল ও গুলিসহ গ্রেফতারা করা হয়।
আর এ ঘটনাটি ঘটেছে সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায়। পরে পুলিশের উপর হামলার ঘটনায় আটক আরিফের পিতা ফারুক শেখসহ শিবিরের আরো ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শিবিরের সাবেক সভাপতি আরিফ শেখ সদর উপজেলার চুলকাঠি সৈয়দপুর গ্রামের ফারুক শেখের ছেলে। তবে জামায়াত-শিবিরের এ ঘটনা ও অস্ত্রসহ আটকের বিষয়ে থানা পুলিশের গোপনীয়তায় নানা প্রশ্ন উঠেছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, পিস্তুল গুলিসহ শিবিরের সভাপতি আরিফ শেখসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে পরেরদিন মঙ্গলবার সকাল পর্যন্ত সম্প্রতি সময়ে বিতর্কিত বাগেরহাট মডেল থানা পুলিশ আটক বাকীদের নাম পরিচয়সহ বিস্তারিত জানাতে পারেনি।