বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার চেক জালিয়াতি মামলার অন্যতম পলাতক আসামী আজিজুল ইসলাম মাতুব্বর কে অবশেষে গ্রেফতার করেছে।
ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইট কুমড়া গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজিজুল ইসলাম মাতুব্বর ওই গ্রামের মৃতঃ ইমান আলী শেখের ছেলে।
পুলিশ জানায় উপজেলার বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের মৃত আব্দুল হাকিম শেখের ছেলে কাঠ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল্লাহ শেখের জমি অধিগ্রহনে সরকারের কাছ থেকে পাওয়া ৫ লক্ষ টাকার চেক জালিয়াতি করে আজিজুল ইসলাম। এই ঘটনায় আব্দুল্লাহ সেখ নিজে বাদী হয়ে বাগেরহাট বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং সি আর ৪৫/২১।
মামলায় বিজ্ঞ আদালত আজিজুল ইসলাম মাতুব্বরে বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরে ফকিরহাট মডেল থানা পুলিশের এএসআই মোঃ রুহুল আমীন তাকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের ওসি মোঃ আলিমুজ্জামান বলেন আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গত: খুলনা-মংলা রেল প্রকল্পের ভুমি অধিগ্রহন জালিয়াতি চক্রের মুলহোতা লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমড়া গ্রামের আজিজুল ইসলাম মাতুব্বর এর বিরুদ্ধে প্রতারনা সহ একাধিক মামলা ও অভেযোগ রয়েছে।
(ঊষার আলো-এফএসপি)