UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জামায়াত শিবির ও বিএনপি ১৩ নেতা-কর্মী গ্রেফতার

koushikkln
ডিসেম্বর ২৪, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট: বাগেরহাট জেলা সদর ও ফকিরহাট এলাকায় জামায়াত শিবির বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে রাস্তায় আকস্মিকভাবে জঙ্গী স্টাইলে এ বিক্ষোভ মিছিল করার খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ ও বাগেরহাট সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো শরীফুল ইসলাম (২৫), আব্দুর রহমান(৫৫), সরোয়ার হ্ওালাদার(৬৫), রিয়াজুল ইসলাম (২২), মিরাজ সেখ (১৬), আব্দুল্লাহ (১৮),মঈন উদ্দিন খন্দকার (৬২) , দেলোয়ার হাওলাদার (৫৭), মোঃ জহুর আলী (২২), শেখ আসাদ(৩৮), সৈয়দ কুদরত এলাহী (৫৭), সরোয়ার সরদার (৫৭) ও মোল্লা কামরুজ্জামান বাবু (৫০)।

পুলিশ জানায়, ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট অঞ্চলিক মহাসড়কের খান জাহান আলী ডিগ্রি কলেজ এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দশানী ট্রাফিক মোড়ে এসে পথ সভার করে। এর আগে ফকিরহাট কাটাখালী ও কাঠালতলা এলাকায় অনুরুপ বিক্ষোভ মিছিল বের হয়। বাগেরহাট জেলা শিবিরের সভাপতি- আরিফুল ইসলাম ও সাধারন সম্পাদক- মাহফুজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ও সাবেক সভাপতি- অ্যাডভোকেট মুজিবুর রহমান, ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি- শেখ জাকির হোসেন, বাগেরহাট জেলা শিবিরের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থাকে না জানিয়ে আকস্মিকভাবে এ বিক্ষোভ মিছিল করার কারনে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, আটককৃতদের নামে ফকিরহাট থানায় নাশকতার মামলায় রয়েছে। ওই মামলা তাদের গ্রেফতার করে আদালতে প্রেরন করা হবে।

অপরদিকে, শনিবার শহরে ছাত্রলীগের নেতৃত্বে একটি মহড়া হয়। এ মহড়ার সময়ে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের বাড়ীতে ও সাবেক সভাপতি এমএ সালামের অফিসে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম অভিযোগ করেন।