UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ট্রাকের চাপায় পথচারি নিহত

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লাহাট বাজার এলাকায় গ্যাসবাহী (তরল গ্যাস) ট্রাকের চাপায় দেবব্রত পাল (৪০) নামের একজন পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবব্রত পালের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। সে পেশায় একজন দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।
রামপাল থানার ওসি মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, মোংলা থেকে খুলনাগামী যমুনা কোম্পানীর (ঢাকা মেট্রো ঠ-৮১-০৩২১) গ্যাসবাহী (তরল গ্যাস) ট্রাকটি ফয়লা বাজার এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় দেবব্রত পাল নামের একজন পথচারি নিহত হয়। আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

(ঊষার আলো-এমএনএস)