UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-২

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মহাসড়কে পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ আমিরুল ইসলাম (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় অপর ট্রাকে থাকা পিতা ও ছেলে আহত হয়েছে। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকার গোলামের অটোরাইস মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মোঃ আমিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের রইস উদ্দিনের ছেলে। আহত ট্রাক চালক মো. সিরাজের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফকিরহাট থানার এস আই এস এম রায়হান ঘটনাস্থল থেকে বলেন, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় খুলনাগামী ট্রাকের চালক আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকের চালক মোঃ সিরাজ ও তার ছেলে হাসিব গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। আহত পিতা ও ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক ডাউনে ফাকা রাস্তায় বিপরিত মুখি ২টি ট্রাকের সংঘর্ষে হতাহতে ঘটনায় প্রর্ত্যক্ষদর্শীরা হতবাক হয়েছেন।

(ঊষার আলো-আরএম)