বাগেরহাট প্রতিনিধি : ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষদের মাঝে আজ (শনিবার) দুপুরে বাগেরহাট জেলা শহরে আনুষ্ঠানিকভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
ইণ্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জেলা পরিষদ অডিটরিয়ামে ৩ শতাধিক দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের প্রেসিডেন্ট রিজিয়া পারভিন, সাধারণ সম্পাদক মনি মল্লিক বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দারসহ ইণ্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বাগেরহাটে কমিউনিট চক্ষু হাসপাতাল করার ঘোষনা দেয়া হয়।
(ঊষার আলো-আরএম)