UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে দুইশ’ পিস ইয়াবাসহ যুবক আটক

usharalodesk
মার্চ ২৩, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোচেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞ্যহাটি এলাকা থেকে দুইশ’ পিস ইয়াবাসগ মিজান হাওলাদার (৩৫) নামের একজন চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গোপন সুত্রে খবর পেয়ে অধিদপ্তরের একটি দল সোমবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দৈবজ্ঞহাটী ইউনিয়নের নুরুল্লাহ্পুর গ্রামের সেকান্দার আলী’র বাড়ীতে অভিযান চালায় এবং দুইশ’ পিস ইয়াবাসহ তার ছেলে মিজান হাওলাদারকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বাগেরহাট সার্কেলের পরিদর্শক কামরুজ্জামান জানান, মিজানের দেহ তল্লাশি করে দুইশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিজানের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)