UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে নদীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

pial
মে ৩১, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার দাউদখালী নদীতে দুই শিশু নিখোজের ২৪ ঘন্টা পর আহাদ আলী (৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে চেষ্টা করে সোমবার সন্ধ্যায় শিশু আহাদের মৃতদেহ উদ্ধার করে।

রবিবার বিকেলে উপজেলার পার গোবিন্দপুর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন তীরে খেলার সময় নদীতে পরে নিখোঁজ হয় আহাদ আলী ও জান্নাত নামের দুটি শিশু। অপর শিশু জান্নাত এখনও নিখোঁজ রয়েছে। জান্নাতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়ায় আহাদ আলী উপজেলার পার-গোবিন্দপুর আশ্রয়ন প্রকল্পের মোঃ ওমর আলীর ছেলে। নিখোঁজ জান্নাত একই এলাকার মোঃ বিল্লালের মেয়ে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার মঙ্গলবার সকালে বলেন, শিশু দুটি নিখোঁজের পর থেকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। সোমবার সন্ধ্যায় দাউদখালী নদীর শিকির এলাকা থেকে ভাসমান অবস্থায় শিশু আহাদের মরদেহ উদ্ধার করেছি। জান্নাতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি জান্নাতকেও খুঁজে পাওয়া যাবে।

(ঊষার আলো-এফএসপি)