UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় বৃদ্ধকে হত্যায় মামলা দায়ের , গ্রেফতার ১

usharalodesk
এপ্রিল ৩, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বৃদ্ধ আসাদ শেখ(৭০) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে নিহত আসাদ শেখের মেয়ে মমতাজ বেগম বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২জনকে আসামী করে  মোল্লাহাট থানায় এ মামলা করেছেন। এরপর মিকাইল হোসেন চৌধুরী নামে এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। প্রসঙ্গতঃ মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ জন মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনি পোষ্টার ছেড়া ও আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা হয়। ইউনিয়নের ২নং ওয়ার্র্ডের মেম্বর প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামুন শেখের চাচা আসাদ শেখ খুন হয়। এসময় উভয়পক্ষে অন্তত ১৫ জন কমবেশী আহত হয়। আসাদ শেখের খুন হওয়ার খবর ছড়িয়ে পড়লে কিবরিয়া শরীফ সমর্থকদের বাড়ীর পুরুষরা বাড়ী থেকে সটকে পড়ে। আর এ সুযোগে মামুন গ্রুপের দুবৃর্ত্তরা ওই দিন রাতভর পুরুষশুন্য বাড়ীতে হামলা চালায় এবং ব্যাপক লুটপাট করে। শাসন গ্রামের সবেদ মোল্লার বাড়ীসহ ৩০/৩৫টি বাড়ীতে তান্ডব চালিয়ে ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে সংঘর্ষের পর থেকে মোল্লাহাট উপজেলার শাসন গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, সংঘর্ষে নিহত আসাদ শেখের মেয়ে মমতাজ বেগম বাদী হয়ে আবুল হোসেন মোল্লাকে প্রধান আসামী করে ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে এজাহার নামীয় ২ নং আসামী মিকাইল হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছি। বাকী আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(ঊষার আলো-আরএম)