UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে পরিক্ষার ফি দিতে না পেরে দরিদ্র স্কুলছাত্রীর আত্মহত্যা

pial
নভেম্বর ২৮, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পল্লীতে বার্ষিক পরিক্ষার ফি দিতে না পেরে মুক্তা রানী মন্ডল (১৪) নামে অষ্টম শ্রেনীর একজন স্কুল ছাত্রী গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।

মুক্তা রানী মন্ডল বাগেরহাট সদর উপজেলার ষাটগম্ভুজ ইউনিয়নের বারাকপুর যুগীধার পাড় গ্রামের হত দরিদ্র মহাদেব মন্ডলের মেয়ে এবং স্থানীয় বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। পরিক্ষার ফি ছাড়া বার্ষিক পরিক্ষা দিতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর বিলম্বে প্রাপ্ত তথ্যমতে এ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

মেয়েটির পিতা মহাদেব মন্ডল জানান, স্কুল থেকে পরিক্ষা ফি দিতে চাপ প্রয়োগ করলে মেয়েটি বাড়ীতে এসে বলে ফি না দিলে পরিক্ষা দিতে পারবেনা। আমরা আপ্রান চেষ্টা করেও ফিয়ের টাকা যোগাড় করে দিতে পারি নাই। এক পর্যায়ে শনিবার সকালে মেয়েটি সবার অজান্তেু বসত ঘরে গিয়ে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে জেলা সদর হাসপাতাল থেকে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নেয়া হয়। আর মেয়েটির পিতা বলেছে দরিদ্রতার কারনে স্কুলে পরিক্ষার ফি দিতে না পারায় মেয়েটি আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করেনি ওই পরিবার থেকে। তাই প্রাথমিক অবস্থায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)