UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উযযাপন

usharalo
মার্চ ৭, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন জাতিসংঘের স্বীকৃতিতে সারাদেশের ন্যায় বাগেরহাট জেলা পুলিশ ব্যাপক আয়োজনে পালন করেছে। রবিবার বিকেলে বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে দিবসটি উযযাপন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবঙ্গুর ৭ মার্চের ভাষন প্রচারের পরপরই দেশ ও জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভাষন প্রচার করা হয়।

বিকাল ৫ টার দিকে নবাগত পুলিশ সুপার কেএম আরিফুল হকের সভাপতিত্বে এ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জমান বাচ্চু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাকি তালুকদার নারী নেত্রী ও উপজেলা পরিষদের মহিরা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। জেলা পুলিশের এ ব্যাতিক্রম আয়োজনে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও নারী নেত্রীরা অংশ গ্রহন করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ ছাড়া ঐতিহাসিক ৭ মার্চ উযযাপন উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ মিনার চত্বরে শিশুদের সমন্বয়ে সমন্বিত কন্ঠে বঙ্গ বন্ধুর ভাষন বলা হয়। বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতারন করা হয়। আর সকালে জেলা আওয়ামী লীগ দলীয় কার্য্যলয়ের সামনে বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান করে ঐতিহাসিক ৭ মার্চ পালন করে।