UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে প্রাকৃতিক খাল সংরক্ষনে করনীয় বিষয়ক সভা

usharalodesk
আগস্ট ২৩, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের প্রাকৃতিক খালের বর্তমান অবস্থা ও সংরক্ষনে করনীয় বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)র আয়োজনে এক আলোচনা সভা হয়েছে।

বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে রবিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় শহরের প্রাকৃতিক খাল অধ্যুষিত জনগোষ্টির প্রতিনিধি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েল, সাংবাদিক বাবুল সরদার, ইনজামামুল হক, আহাদ উদ্দিন হায়দার, আজাদুল হক, অলিপ ঘটক, সাংস্কৃতিক কর্মী জাহিদুর রহমান শাওন, বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আলমাসুর রহমান, উদয়ন বাংলাদেশের নির্বাহি পরিচালক শেখ আসাদ ও বনিসহ বিশিষ্ট নাগরিকগন। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

সভায় আলোচকরা বলেন, বাগেরহাট জেলা শহরের বেশ কয়েকটি প্রাকৃতিক রেকর্ডি খাল সংকির্ণ হয়ে গেছে। প্রবাহমান খালের নাব্যতাকে গুরুত্ব না দিয়ে অপরিকল্পিত ভাবে এসব খালের উপর ছোট আকারে ড্রেন করা হয়েছে। ফলে এসব খালের দুই পাশে অবৈধ স্থাপনা করে রেকর্ডিয় খালের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। জেলা শহর সংলগ্ন ভৈরব নদের সাথে শহরের পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থাপনা যথাযতভাবে না থাকায় বৃষ্টি মৌসুমে জেলা শহরের প্রধান বাজারসহ অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে জনভোগান্তি চরমভাবে সৃষ্টি হয়। সমসাময়িক এ আলোচনা সভাটি পরিচালনা ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার জনস্বার্থে কার্য্যক্রম বিষয়ে মুল বক্তব্য রাখেন বেলার প্রতিনিধি মাহফুজুর রহমান মুকুল।

(ঊষার আলো-আরএম)