বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কমলা রানী রায়কে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ উক্তি দেওয়ার কারনে ঘোড়াদাইড় গ্রামের তাপস সমাদ্দারের ছেলে তন্ময় সমাদ্দার (২৮) নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বুধবার (১০ মার্চ) দুপুরে জানান, মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কমলা রানী রায়কে জড়িয়ে কুরুচিপূর্ণ উক্তি লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় আটককৃত যুবক। এঘটনায় ওই শিক্ষিকা সোমবার রাতে মোল্লাহাট থানায় ডিজিটার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই আবু হাসান আসামী তন্ময় সমাদ্দারকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। বর্তমানে তন্ময় বাগেরহাট জেলা কারাগারে আছে।
(ঊষার আলো-আরএম)