UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

pial
জুন ১৩, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠন বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল করেছে।

পৃথক ২টি কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী সেলিমুল হক, শেখ শাহেদ আলী রবি, হাজরা আসাদুল ইসলাম পান্না, অ্যাডঃ সৈয়দ ওবায়দুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু , মেহেবুবুল হক কিশোর, চিতলমারি উপজেলার মোমিনুল হক বিশ্বাস টুলু, যুবদল নেতা জসিম সরদার, ছাত্রদল নেতা আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ। বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে আজ সাধারন মানুষ দিশেহারা। পবিত্র রমজানেও এই আওয়ামী লীগ সরকার দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে পারে নাই। শুধু লুটপাট আর সুন্দর বক্তব্য দিয়ে মানুষ কে নিয়ন্ত্রন করতে চায়। আমাদের প্রতিবাদও করতে দেয় গনতান্ত্রিকভাবে। তাই উপস্থিত নেতাকর্মীদের উদ্ধেশ্যে জেলার নেতারা বলেন আর বসে থাকার সময় নেই এই সরকারের পতন ঘটনাতে তীব্র আন্দোলন করতে হবে। সে জন্য এখনই সকল কে প্রস্তুতি নিতে হবে।

এর আগে জেলা বিএনপির আয়োজনে বেগম খাদেলা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল করা হয়। দোয়া পরিচালনা করেন শহরের সরুই মসজিদের ইমাম মাওলানা শহীদুল ইসলাম।

(ঊষার আলো-এফএসপি)