UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিদ্যুস্পৃষ্ট হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু

koushikkln
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পল্লীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে রেশমা বেগম(৩০) নামের একজন অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে গৃববধূর সুরতহাল শেষে পুলিশের অনুমতি সাপেক্ষে দাফন দেয়া হয়েছে। নিহত গৃহবধু রেশমা বেগম উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের গ্রিক প্রবাসী শামীম কাজী স্ত্রী।

ওই পরিবার থেকে জানানো হয়, রেশমা বেগম মঙ্গলবার সাড়ে ৩ টার দিকে পাক ঘরের দরজা খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়। অবিরাম বৃষ্টি ও বাতাসে বিদ্যুতের তার ছিড়ে ঘরের দরজা বিদ্যুতায়িত থাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। থানা পুলিশ রেশমার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার জানান, ঝড়ের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের দরজায় বিদ্যুস্পৃষ্ট হয়ে অন্তস্বত্তা রেশমা বেগম মারা যান। গ্রিক প্রবাসি স্বামী ও ২ মেয়ে শিশু সন্তান রেখে তার অকাল মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।