UsharAlo logo
সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিপুল পরিমান জালনোটসহ গ্রেফতার ১

ঊষার আলো
অক্টোবর ২৬, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বাগেরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জালনোট প্রস্তুত, ক্রয়-বিক্রয় চক্রের এক সদস্যকে বিপুল পরিমান জালনোটসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার (২৬ অক্টোবর) র‌্যাব সূত্র জানায়, সোমবার রাত পৌনে ১০টায় র‌্যাব-৬, (সদর কোম্পানী), খুলনার একটি আভিযানিক দল জানতে পারে যে, বাগেরহাট সদর থানাধীন খানজাহান আলীর মোড় এলাকায় কতিপয় ব্যক্তি বাংলাদেশী নকল পত্রমূদ্রা (ব্যাংক নোট) জালকরণ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এরপর সেখানে থেকে ইব্রাহিম মোল্লা (২২) কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতাকৃত আসামীর কাছ থেকে ১০০টি ১০০০ টাকার জালনোট, ৩টি সীম কার্ডসহ, ২টি মোবাইল ও নগদ-১৩শ ৫ টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। এঘটনায় তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

(ঊষার আলো-আরএম)