UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা

pial
জুন ২১, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি এলাকায় মোখলেসুর রহমান (৭০) নামের এক কৃষককে গলাকেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৭ টার দিকে তেলিগাতী ইউনিয়নের মধ্যম তেলিগাতী গ্রামের মৃতঃ আব্দুর রহিম খানের ছেলে মোখলেসুর রহমান খান এর গলাকাটা লাশ তার নিজ ঘরের পাশে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা।
খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহত মোখলেসুর রহমানের স্ত্রী ও ৭ সন্তান থাকলেও ঘটনার সময়ে কেহ বাড়ীতে ছিল না। ঘটনার রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। কারা কী কারণে মোকলেসুর রহমানকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার গলা অর্ধেকের বেশি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, মোকলেসুর রহমান নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ তার ঘরের পাশে পড়ে রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থেেল পুলিশ পাঠানো হয়। তবে বিস্তারিত জানা যায়নি। শুধু লাশের সুরতহাল করে মর্গে প্রেরন করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)